• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পঞ্চগড়ে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার 

প্রকাশিত: ২২ মার্চ ২০২২  

পঞ্চগড়ে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ইয়াসিন আরাফাত নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার দুপুরে ওই শিক্ষককে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মাদরাসাশিক্ষক ইয়াসিন আরাফাত নীলফামারী জেলার সদর উপজেলার গৈগ্রাম মাঝ গ্রাম এলাকার সমসের আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১২ বছর বয়সী ভুক্তভোগী শিশু সদর উপজেলার হাফেজিয়া মাদরাসায় পড়ালেখা করত। গত ১১ মার্চ রাতে মাদরাসার সব ছাত্র ঘুমিয়ে পড়লে শিক্ষক ইয়াসিন আরাফাত তার পা টিপে নেয়ার কথা বলে ওই ছাত্রকে তার শয়নকক্ষে ডেকে নেন। পরে রাতে তাকে বলাৎকার করলে পরদিন ভয়ে শিশুটি মাদরাসা থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে ৫ দিন থাকার পর ওই ছাত্রের বাবা মাদরাসায় নিয়ে যাওয়ার জন্য বললে সে জানায় ওই মাদরাসায় আর পড়বে না। 

পরে ওই ছাত্র তার বাবাকে সব খুলে বলে। ভুক্তভোগীর বাবা মাদরাসার সভাপতিসহ সকল শিক্ষকদের বিষয়টি জানানোর পরও বিচার না পেয়ে তিনি সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। 

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, এ ঘটনায় অভিযুক্ত মাদরাসার শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –